১৩ মার্চ ইউরোপে বার্ডফ্লুর বিস্তার অব্যাহত রয়েছে । একই দিন আজারবাইজান , হাংগেরী প্রভৃতি দেশে মানুষ বা হাঁস-মুরগীর মধ্যে বার্ডফ্লুর সংক্রমণ দেখা গেছে । ১৩ মার্চ পর্যন্ত পৃথিবীতে ৯৮জন বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন । বার্ডফ্লুতে বিশ্ব অর্থনীতির সম্ভাব্য ক্ষতি সম্বন্ধে আন্তর্জাতিক মুদ্রা সংস্থা অর্থাত্ আই-এম-এফও যথাযথভাবে যাচাই করেছে ।
১৩ মার্চ হাংগেরীতে বার্ডফ্লু- দুর্গত আর পর্যবেক্ষন এলাকার সংখ্যা ন' হয়েছে ।
একই দিন আজারবাইজানের স্বাস্থ্য মন্ত্রনালয় বলেছে , এই দেশের তিন ব্যক্তি বার্ডফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ।
একই দিন ডাবলিও এইচ ও'র পরিসংখ্যান অনুযায়ী , সারা পৃথিবীতে ১৭৭ জন বার্ডফ্লুতে আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে ৯৮জন মারা গেছেন ।
|