চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৪ মার্চ পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , চীন বিশ্ব সমাজের একটি দায়িত্বশীল দেশে পরিণত হয়েছে ।
তিনি বলেছেন , চীনের উন্নয়ন ও স্থিতিশীলতা বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে; চীন শক্তি- সম্পদ সাশ্রয়ী ও পরিবেশ সুরক্ষার একটি বৈজ্ঞানিক উন্নয়নের পথ অন্বেষণ করেছে ; চীন স্বাধীন ও স্বতন্ত্র শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি পালন করে ; চীন সুপ্রতিবেশীসূলভ ও বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি পালন করে ; চীন বিশ্ব সমাজের সংগে মিলে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য মিলিত প্রচেষ্টা চালায় ; চীন কোরীয় উপদ্বীপ ও ইরানের পরমাণু সমস্যাসহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে বরাবরই শান্তি-আলোচনা ত্বরান্বিত করার দৃষ্টিভঙ্গি পোষণ করে ; চীন আন্তর্জাতিক বিরাট প্রাকৃতিক দুর্যোগসহ প্রথা-বহির্ভূত নিরাপত্তার বিষয়ে সহযোগিতার মনোভাব গ্রহণ করে ; চীন দৃঢ়ভাবে সন্ত্রাসবাদ ও পরমাণু বিস্তারের বিরোধিতা করে ; চীন ডাবলিও টি ওতে অন্তর্ভুক্ত হবার পর কার্যকরভাবে নিজের প্রতিশ্রুতি পালন করে , চীন সক্রিয়ভাবে জাতি সংঘের সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্য কার্যকরী করে এবং চীনের আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি স্বচ্ছ ।
|