মার্কিন সদর দফতরের সেনাপতি আবিজাইড ১৩ মার্চ বলেছেন, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী আফগান নিরাপত্তা রক্ষার দায়িত্বভার নেটোর নেতৃত্বাধীন বহু জাতিক বাহিনীর কাছে ক্রমে ক্রমে হস্তান্তর করছে।
তিনি বলেছেন, এতে প্রতীয়মান হয়েছে যে, নেটোর তত্পরতার ক্ষেত্র বাড়ানো হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এই সংস্থার আফ্রিকা ও অন্য এলাকায় তত্পরতা চালানোর জন্য ভিত্তি গড়ে উঠেছে। আগামী গ্রীষ্মে ব্রিটেনের স্থল বাহিনীর লেফটেনান্ট জেনারেল রিছার্ডস মাইয়ার্স আফগানিস্তানে মোতায়েন নেটো বাহিনীর সর্বাধিনায়ক হবেন।
বর্তমানে আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর সৈন্যদের মোট সংখ্যা প্রায় ১৯ হাজার। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের গরমকাল নাগাদ এই সংখ্যা ১৬ হাজারে কমবে। এর সঙ্গে সঙ্গে চলতি বছরের নভেম্বর আফগানিস্তানে মোতায়েন নেটো বাহিনীর সৈন্যদের সংখ্যা ২১ হাজারে উন্নীত হবে।
|