জাতি সংঘ মহাসচিব কফি আনান ১৩ মার্চ দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে পৌঁছে তার চার আফ্রিকান দেশ সফর শুরু করেছেন ।
১৯৯৭ সালে জাতি সংঘ মহাসচিব নিযুক্ত হবার পর এটাই তার প্রথম দক্ষিণ আফ্রিকা সফর । দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্রে জানা গেছে , তিন দিনব্যাপী সফরকালে আনান দক্ষিণ আফ্রিকার সংসদে ভাষণ দেবেন এবং প্রেসিডেন্ট থাবো ম্বেকির সংগে বৈঠক করবেন । তারা জাতি সংঘের সংস্কার বিশেষ করে জাতি সংঘ নিরাপত্তা পরিষদে আফ্রিকা আর এশিয়ার আসন বাড়ানোর প্রশ্নে আলোচনা করবেন ।
এর পর তিনি মাদাগাসকার এবং দুই কংগো সফর করবেন ।
|