জাতি সংঘের মানবাধিকার অধিবেশনের চেয়ারম্যান কোয়াদ্রোস্ ১৩ মার্চ জেনিভায় ঘোষণা করেছেন যে , ৬২তম মানবাধিকার অধিবেশনের মেয়াদ এক সপ্তাহ বাড়বে ।
মানবাধিকার অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন , জাতি সংঘের মানবাধিকার কমিটির ৫টি গ্রুপ সর্বসম্মতিক্রমে রাজী হবার পরিপ্রেক্ষিতে তিনি ঘোষণা করেছেন যে , ৬২তম মানবাধিকার অধিবেশন এক সপ্তাহ বিরতি থাকবে এবং ২০ মার্চ তা আবার শুরু হবে , যাতে এ সপ্তাহে নিউইয়র্কের সদর দফতরে মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠার প্রশ্নে জাতি সংঘের বিভিন্ন সদস্য দেশ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ।
গত বছর জাতি সংঘের শীর্ষসম্মেলনে গৃহিত একটি দলিল অনুযায়ী , জেনিভাস্থ মানবাধিকার কমিটির স্থলে মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠিত হবে ।
|