দক্ষিণ কোরিয়ার তোং আ পত্রিকা তার ১৩ মার্চের সম্পাদকীয়তে বলেছে, জাপানের প্রধানমন্ত্রীর ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন হচ্ছে আগ্রাসী আক্রমণকে সমর্থনের তত্পরতা। জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীর স্বদেশ ও এশিয়ার অন্যান্য দেশগুলোর অনুরোধ অগ্রাহ্য করা অর্থাত্ অব্যাহতভাবে ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন করা উচিত নয়।
সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে যে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আয়োজিতব্য লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট নির্বাচন হবার আগে, আগামী প্রধানমন্ত্রী ইয়াসুকুনি সমাধিতে সম্ভাব্য শ্রদ্ধাতর্পনের সমস্যা গণ-আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি পর পর ৫ বার ইয়াসুকুনি সমাধিতে শ্রদ্ধা তর্পন করেছেন। তা জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্কের অবনতি ঘটিয়েছে।
|