চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) ১১দিনব্যাপী বার্ষিক সম্মেলন ১৩ মার্চ পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। সম্মেলনে ভবিষ্যত্ পাঁচ বছরের জাতীয় অর্থনীতি ও সমাজের উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়নের জন্যে বেশ কিছু প্রস্তাব পেশ করা হয়েছে।
সম্মেলনে একটি রাজনৈতিক প্রস্তাবে গ্রামী উত্পাদন শক্তির আরো উন্নয়ন করা, কৃষকদের আয় বাড়ানো, কৃষকের গণতন্ত্রিক অধিকার নিশ্চিত করা, গ্রামের নির্মাণ উন্নয়ন করা, কৃষকদের নিজস্ব উদ্ভাবন বাড়ানো, "স্বাধীন তাইওয়ান" তত্পরতারকে বিরোধিতা ও দমন করা, দু'তীরের সম্পর্ক উন্নয়ন এবং দেশের সরাসরি ঐক্যের জন্যে প্রয়াস চালানোর কথা বলা হয়েছে।
সিপিপিসিসির চেয়ারম্যান চিয়া ছিংলিন সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেছেন। তিনি বলেছেন, একাদশ পাঁচ সালা পরিকল্পনার বাস্তবায়নের প্রক্রিয়ায় সিপিপিসিসি চীনের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে মন খুলে প্রস্তাব ও বিল দিবে, জনগণের স্বার্থের ওপর আরো তীক্ষ্ণ নজর রাখবে, জনগণের আশা ও দাবির প্রতিফলন ঘটা, সিপিপিসিসির নির্মাণ সক্রিয়ভাবে জোরদার করবে, গণতন্ত্রিক পার্টি এবং নির্দলায় ব্যক্তিদের ভূমিকা পালন করার উপায় অনুসন্ধান করবে।
সম্মেলন সমাপ্ত হওয়ার পর, প্রায় ৪৯০০টি প্রস্তাব সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। এসব প্রস্তাব নয়া গ্রামের নির্মাণ, নিজস্ব উদ্ভাবন, শক্তি সম্পদের সাশ্রয়, পরিবেশের সংরক্ষণ, বার্ধ্যতামূলক শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ পাওয়া, ওষুধ আর চিকিত্সা, সমাজ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। সরকার সংশ্লিষ্ট সমস্যার সমাধান এবং কাজের উন্নয়নের জন্যে প্রচুর প্রস্তাব উপস্থাপিত হয়েছে।
|