রাশিয়ার আণবিক শক্তি সম্পদ বিষয়ক পরিচালক সের্গেই কিরিয়েনকো ১৩ মার্চ মস্কোয় বলেছেন, রাশিয়া ইরানের সঙ্গে যৌথ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শিল্প প্রতিষ্ঠার সংক্রান্ত প্রস্তাব এখনো কার্যকর। একইদিনে রাশিয়ার জনৈক পররাষ্ট্র কর্মকর্তাও সংবাদ মাধ্যমকে বলেছেন, ইরান রাশিয়ার কাছে এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাশিয়ার প্রস্তাব আর বিবেচনা না করা সংক্রান্ত খবরের সত্যতা অস্বীকার করেছে এবং এর সঙ্গে সঙ্গে রাশিয়ার প্রস্তাব এখনও কার্যকর বলে মত প্রকাশ করেছে।
তিনি বলেছেন, রাশিয়া ইরানের সঙ্গে যৌথ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শিল্প প্রতিষ্ঠা সংক্রান্ত প্রস্তাব ইরানের পরমাণু সমস্যা সমাধানের অংশ হিসেবে এখনও কার্যকর। রাশিয়ার প্রস্তাব হচ্ছে ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে আপোস রফার একটি উপায়।
উল্লেখ্য,ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ১২ মার্চ বলেছেন, ইরান রাশিয়ার ভূভাগে যৌথ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোম্পানি প্রতিষ্ঠা সংক্রান্ত রাশিয়ার প্রস্তাব বিবেচনা করবে না।
|