আফগানিস্তানে নিযুক্ত জাতি সংঘ খাদ্য ও কৃষি সংস্থার কর্মকর্তা সের্গেয় ভার্নিও ১৩ মার্চ স্বীকার করেছেন , সেই দিনে আফগানিস্তানের রাজধানী কাবুলে এবং পূর্বাংশের নানগার্হার প্রদেশের কিছু কৃষিখামারে পাঁচটি এইচ পাঁচ বার্ড ফ্লু ভাইরাস আবিষ্কৃত হয়েছে।
এই কর্মকর্তা বলেছেন, আবিষ্কৃত এই পাঁচটি ভাইরাসের মধ্যকার তিনটি খুব সম্ভবত এইচ পাঁচ এন এক বার্ড ফ্লুর ভাইরাস। তা ছাড়া আফগানিস্তানের কৃষি মন্ত্রণালয়ের মূখপাত্রও একই দিনে স্বীকার করেছেন যে, প্রাথমিক পরিক্ষার ফলাফল থেকে জানা গেছে, আবিষ্কৃত ভাইরাস হচ্ছে এইচ ৫ ভাইরাস। এই ভাইরাসের নমূনা পরীক্ষা করার জন্য ইতালির সংশ্লিষ্ট পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
আফগানিস্তানে এই প্রথমবার বার্ড ফ্লু ভাইরাস সনাক্ত হলো। এর আগে তার প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইরানেও এইচ ৫ বার্ড ফ্লুর ভাইরাস দেখা দিয়েছে।
|