জাপানের ইয়ামাগুছি জেলার ইওয়াকুনি শহরের অধিকাংশ ভোটদাতা ১২ মার্চ গণ-ভোটে আরও বেশি মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজের ইওয়াকুনিতে মোতায়েন প্রত্যাখ্যান করেছেন।
ইওয়াকুনি শহরের একজন সরকারী কর্মকর্তা বলেছেন, এই শহরের ৫৮.৬ শতাংশ জনগণ সেইদিনের গণ-ভোটে অংশগ্রহণ করেছেন। গণ-ভোটের চূড়ান্ত ফলাফল অনুযায়ী ৪৩৪৩৩টি ভোট মোতায়েনের বিপক্ষে এবং ৫৩৬৯টি ভোট পক্ষে পড়েছে।
গত অক্টোবর মাসে স্বাক্ষরিত জাপান-মার্কিন প্রাথমিক চুক্তি অনুযায়ী, কানাগাওয়া জেলায় আতুগি সংস্থার ৫৭টি মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আর প্রায় ১৬০০জন মার্কিন সৈন্য ও কর্মকর্তা ইওয়াকুনি সংস্থায় স্থানান্তরিত হয়েছে। কিন্তু ইওয়াকুনি অধিবাসীরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করেন , তারা মনে করেন যে বেশি দুর্ঘটনা হতে পারে, এবং রাতে বিমান চলাচল করলে প্রচুর বিকটশব্দ হবে।
|