১৩ মার্চ চীনের রাষ্ট্রীয় উন্নয়ন আর সংস্কার কমিশন সূত্রে জানা গেছে , পূর্ব চীনের মহানগরী শাংহাই থেকে হাংচৌ পর্যন্ত চুম্বকচালিত অর্থাত্ ম্যাগলেভ রেলপথ আর পেইচিং থেকে শাংহাই পর্যন্ত হাইস্পিড রেলপথের নির্মাণকাজ বিষয়ক প্রকল্প সম্প্রতি রাষ্ট্রীয় পরিষদের অনুমোদন পেয়েছে ।
খবরে প্রকাশ , শাংহাই-হাংচৌ ম্যাগলেভ রেলপথের দৈর্ঘ্য ১৭৫ কিলোমিটার । প্রকল্পটি ২০০৮ সালে সম্পন্ন হবে এবং ২০১০ সালে শাংহাই বিশ্ব মেলা অনুষ্ঠিত হবার আগে তা চালু হবে ।
১৪০০ কিলোমিটার দীর্ঘ পেইচিং-শাংহাই হাইস্পিড রেলপথ চালু হলে পূর্ব চীনের উন্নয়ন আরো জোরদার হবে ।
|