মার্কিন পরিবেশ ও শক্তি সম্পদ প্রযুক্তি বিষয়ক কার্যালয় ১৩ মার্চ পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র এই প্রথম বার বিদেশে পরিবেশ ও শক্তিসম্পদ প্রযুক্তি বিষয়ক কার্যালয় খুলেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় আর মিসৌরি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই কার্যালয় প্রতিষ্ঠিত হয়। জানা গেছে, কার্যালয়টি যুক্তরাষ্ট্রের কিছু বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রের সবচাইতে উন্নত মানের পরিবেশ সুরক্ষা এবং শক্তিসম্পদ প্রযুক্তি চীনে পরিচিত করবে, যেমন শহরের পানি দূষণ নিষ্পত্তি, বর্জ্য নিষ্পত্তি, সংক্রামক জীবাণু মুক্ত করা, সবুজ স্থাপত্য ইত্যাদি, এর সঙ্গে সঙ্গে শিক্ষা ও প্রযুক্তির হস্তান্তর প্রভৃতি বিষয়ক তথ্যও সরবরাহ করবে।
তা ছাড়া, এই কার্যালয় ধারাবাহিক সেমিনার আয়োজন করবে, চীনের পরিবেশ সংরক্ষণের পেশায় নিয়োজিত ব্যক্তিদের প্রশিক্ষণ দেবে।
|