v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-13 16:25:52    
৬---১৩ মার্চ,২০০৬

cri
চীনের সংখ্যালঘু আর দরিদ্র অঞ্চলে পুঁজিবিনিয়োগ বাড়বে

চীনের উন্নয়ন ও সংস্কার কমিশনের উপ মহা পরিচালক জু জি শিন ৬ মার্চ পেইচিংএ বলেছেন, আগামী পাঁচ বছরে চীনের সংখ্যালঘু , প্রত্যন্ত এবং দরিদ্র অঞ্চলে সরকারের পুঁজিবিনিয়োগ বাড়বে।

চীনের পরবর্তী পাঁচ বছরের উন্নয়নের পরিকল্পনা সংক্রান্ত আয়োজিত একটি তথ্য জ্ঞাপন সভায় তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, বিভিন্ন এলাকার ভিন্ন অবস্থা বিবেচনা করে চীন সরকার ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলের মধ্যে আর্থ-সমাজিক উন্নয়নের বাব্যধান কমিয়ে আনবে যাতে বিভিন্ন অঞ্চলের জনসাধারণ পযার্য়ক্রমে সমান জীবনমান উপভোগ করতে পারেন।

চীনের পরিসংখ্যাণ ব্যুর্রোর কমর্কতা: চীনের স্থানীয় সরকারের; কোনোআথির্ক ঘাটতি নেই

চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যাণ ব্যুর্রোর উপ-মহা সচিব ছিও শিও হুওয়া ৭ মার্চ পেইচিংএ বলেছেন, গত বছর চীনের স্থানীয় সরকারের আর্থিক ক্ষেত্রে কোনো ঘাটতি দেখা দেয়নি এবং ৯.৭ বিলিয়নেরও বেশী রেন মি পির অনুকুল উদ্বৃত্ব অর্জন করেছে। বিদেশের কোনো কোনো তথ্যমাধ্যমগুলোতে গত দু' বছর চীনের স্থানীয় অর্থে বিরাট অঙ্কের ঘাটতি দেখা দিয়েছে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, চীনের বাজেট আইন অনুযায়ী, স্থানীয় অর্থে ঘাটতির অস্তিত্ব থাকতে পারে না। কেবল কেন্দ্রীয় অর্থে ঘাটতির অস্তিত্ব থাকতে পারে। তিনি বলেছেন, গত দু' বছর চীনে স্থিতিশীল আর্থিক নীতি প্রবর্তিত হয়েছে। দীঘমেয়াদের রাষ্ট্রীয় বন্ডের বিতরণ পরিমাণ যথাযথভাবে কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে ঘাটতির সংখ্যা কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে। গত বছর চীনের কেন্দ্রীয় ঘাটতির সংখ্যা মাত্র ২০৮ বিলিয়ন রেন মি পি।

পশ্চিমা সংবাদ সংস্থা চীনের দুটি অধিবেশনের প্রতিনিধিদের মন খুলে কথা বলার খবর প্রকাশ করেছে

চীনের জাতীয় গণ কংগ্রেস ও পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। দুটি অধিবেশনে প্রতিনিধি ও সদস্যরা যে মন খুলে প্রস্তাব ও বিল দিয়েছে, সে খবরগুলো পশ্চিমা সংবাদ সংস্থা ফলাও করে প্রকাশ করেছে।

নতুন গ্রাম গঠন, স্বাধীন তাইওয়ানের বিরোধীতা, দুর্নীতি দমন, স্বাস্থ্য ও চিকিত্সা এবং বিত্যব্যয়ীভাবে অলিম্পিক্সের আয়োজন ইত্যাদি ক্ষেত্রে প্রতিনিধি ও সদস্যরা নিজের নিজের প্রস্তাব দিয়েছেন। জানা গেছে, দু'টি অধিবেশ শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে এ.পি, রয়টার ও এ.এফ.পি এ প্রসঙ্গে বিশ থেকে ত্রিশটি খবর প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে দুটি অধিবেশনের উপর বৈদেশিক সংবাদ সংস্থার নিবিড় নজর রাখা থেকে দেখা যায়, প্রতিনিধি ও সদস্যদের প্রস্তাব চীনের বিভিন্ন ক্ষেত্রের সকল বিষয়ের সঙ্গে জড়িত। এগুলো বহু বিদেশীর দৃষ্টি আকর্ষন করেছে। প্রস্তাবগুলো সম্ভবত ভবিষ্যতের আইনবিধি হবে।

গত বছর মূলভূভাগের সঙ্গে তাইওয়ানের বাণিজ্যের অনুকূল উদ্বৃত্ত ৩০ বিলিয়ন মার্কিন ডলার

তাইওয়ানের পরিসংখ্যান বিভাগের প্রকাশিত নতুন উপাত্ত থেকে জানা গেছে , গত বছর তাইওয়ান ও চীনের মূলভূভাগের বাণিজ্যের মোট পরিমাণ দাড়িয়েছিল ৭১.৭ বিলিয়ন মার্কিন ডলার , এর মধ্যে তাইওয়ানের বাণিজ্যের অনুকূল উদ্বৃত্ত ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে ।

একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , মূল ভূভাগে তাইওয়ানের প্রধান রপ্তানী পন্য হলো বৈদুতিক সরঞ্জাম ও তার খুচরা যন্ত্রাংশ । তা ছাড়া , ক্যামেরা ও পরিমাপক যন্ত্র ও তার খুচরা যন্ত্রাংশের রপ্তানিও বেশী ।

আগামী পাঁচ বছরের পরিকল্পনা হংকং আর ম্যাকাওয়ের অর্থনীতির জন্যে বেশী সুযোগসুবিধা এনে দেবে

চীনের জাতীয় গণ কংগ্রেস আর চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে অংশ গ্রহণকারী হংকং আর ম্যাকাওয়ের প্রতিনিধি আর সদস্যরা বলেছেন, পরর্বতী পাঁচ বছরের চীনের জাতীয় আর্থ-সামাজিক উন্নয়নের পরিকল্পনা হংকং আর ম্যাকাওয়ের অর্থনীতির জন্যে বেশী সুযোগসুবিধা এনে দেবে।

সিপিপিসিসির স্ট্যান্ডিং কমিটির সদস্য , হংকং শিয়াংচিয়াং গোষ্ঠীর চেয়ারম্যান ইয়াং সেন সি, ম্যাকাও বিশেষ প্রশাসনঅঞ্চলের এন পি সির প্রতিনিধি ছেই সি পিন মনে করেন এই উন্নয়ন পরিকল্পনায় হংকং আর ম্যাকাওয়ের প্রতি নীতিপন্থা অত্যন্ত বিস্তারিত। আগামী পাঁচ বছরে হংকং আর ম্যাকাও আরও বড় উন্নয়নের অবকাশ পাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

এ দুটি বিশেষ প্রশাসন অঞ্চলের প্রতিনিধি আর সদস্যরা মনে করেছেন, উন্নয়ন পরিকল্পনায় হংকং আর ম্যাকাও সম্পর্কিত অংশে মূল ভূভাগের সঙ্গে এই দুটো বিশেষ প্রশাসন অঞ্চলের যোগাযোগ আর সহযোগিতা জোরদার করা হয়েছে। এটা মূল ভূভাগের সঙ্গে এ দুটো বিশেষ প্রশাসন অঞ্চলের আরও সহযোগিতা তরান্বিত করতে সহায়তা করবে।

চীনের উন্নয়নের বৈশিষ্ট্য হলো বিশ্বের সঙ্গে একত্রে উন্নয়নের সাফল্য উপভোগ করা

চীনের জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনের মুখপাত্র উ চিয়েন মিন ৭ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীনের উন্নয়নের প্রধান বৈশিষ্ট্য হলো বিশ্বের সঙ্গে একত্রে উন্নয়নের সাফল্য উপভোগ করা।

সি.আর.আই'র সংবাদদাতাকে দেয়া সাক্ষাত্কারে উ চিয়েন মিন বলেছেন, চীনের উন্নয়ন অন্যান্য উন্নয়নশীল দেশের উন্নয়ন ত্বরান্বিত করেছে। উদাহরণ হিসেবে আসিয়ানের কথা ধরা যাক, ২৭ বছর আগে চীন-আসিয়ানের বাণিজ্য মূল্য ৮০ কোটি মার্কিন ডলার, ২০০৪ সালে তা ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এবং চীন-আসিয়ানের বাণিজ্য থেকে আসিয়ান ২০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত পেয়েছে। তা আসিয়ানের অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান কারণ।

উ চিয়েন মিন আরো বলেছেন, সংশ্লিষ্ট জরীপ অনুযায়ী, গত দশ বছরে চীনের উন্নয়ন যুক্তরাষ্ট্রের কোম্পানি ও ব্যবসায়ীদের জন্য প্রচুর মুনাফা এনে দিয়েছে। এবং মার্কিন ক্রেতাদের জন্য অনেক খরচ বাঁচিয়ে দিয়েছে। ইইউ'র একই অবস্থা। চীন বিশ্বের উন্নত দেশের সঙ্গে একত্রে উন্নয়নের সাফল্য উপভোগ করছে।

ভারত আনুষ্ঠানিকভাবে সামরিক আর বে-সামরিক পরমাণু স্থাপনা আলাদা করার পরিকল্পনা প্রকাশ করেছে

৭ মার্চ ভারতীয় প্রধান মন্ত্রী মনমোহন সিং ভারতের সামরিক আর বে সামরিক পরমাণু স্থাপনার বিভক্তির বিশদ পরিকল্পনা প্রকাশ করেছেন। ভারতের ২২টি পারমাণবিক চুল্লির মধ্যে ১৪টি বে-সামরিক পরমাণু স্থাপনারঅন্তভূর্ক্ত । এ সব স্থাপনাআন্তর্জাতিক পযর্বেক্ষণ গ্রহণ করবে।তিনি বলেছেন, ২০১৪ সালের আগে এ ১৪টি পারমাণবিক চুল্লি ধাপে ধাপে বাইরের দিকে উন্মুক্ত এবং আন্তর্জাতিক পযর্বেক্ষণ গ্রহণ করবে। বতর্মানে ভারতের ১৯ শতাংশ পরমাণু স্থাপনাআন্তর্জাতিক পযর্বেক্ষণের আওতায় রয়েছে। প্রধান মন্ত্রী মনমোহন সিং আরও বলেছেন, বিভক্তি পরিকল্পনা যেমন ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার উপর কোন প্রভাব ফেলবে না তেমনি ভারতের ভবিষ্যতের নতুন পরমাণু ব্যবস্থার নিমার্ণেও বাধা সৃষ্টি করবে না।

বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক বার্ড ফ্লু প্রতিরোধ বিষয়ক বিশেষজ্ঞ সম্মেলন ৮ মার্চ জেনিভায় সমাপ্ত হয়েছে। সম্মেলনে যোগদানকারী বিশেষজ্ঞরা সারা বিশ্বে বার্ড ফ্লু মোকাবিলার জন্যে একটি জরুরী পরিকল্পনা প্রণয়ন করেছেন।

তিন দিন'ব্যাপী সম্মেলনের পর বিশ্বের বিভিন্ন দেশের ৩০ জনের বেশি বিশেষজ্ঞ গত জানুয়ারী মাসে টোকিওতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বার্ড ফ্লু সম্মেলনে গৃহীত সংশ্লিষ্ট দালিলপত্রের উপর সংশোধন ও পরিমার্জন করেছেন এবং সারা বিশ্বে বার্ড ফ্লু মোকাবিলার জন্যে একটি জরুরী পরিকল্পনা প্রণয়ন করেছেন। পরিকল্পনায় বার্ড ফ্লু ঘটার সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন সদস্য দেশ ও অন্য সহযোগীর যার যার ভূমিকা এবং বার্ড ফ্লু ঘটার প্রাথমিক সময়পর্বে রোগ নিয়ন্ত্রণ করার জন্যে সুনির্দিষ্ট উপায় নির্ধারিত হয়েছে।

বার্ড-ফ্লু প্রকোপ সম্প্রতি বিশ্বের কিছু জায়গায় আরো বিস্তারিত হয়েছে।

নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ ইরানের পরমাণু বিষয়ে এক মত হয় নি

যুক্তরাষ্ট্র , ফ্রান্স , ব্রিটেন , চীন আর রাশিয়া অর্থাত্ জাতি সংঘ নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য দেশ ১০ মার্চ নিউইয়র্কে ইরানের পরমাণু বিষয়ে আবার রুদ্ধদ্বার সংলাপ করেছে । কিন্তু তারা এই বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান বিবৃতির প্রশ্নে মতৈক্যে পৌঁছায় নি ।

জাতি সংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া বৈঠক শেষে এই মত প্রকাশ করেছেন যে , ইরানের পরমাণু সমস্যার সমাধানে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ভূমিকা পালনের উপায় নিয়ে অধিবেশনে আলোচনা করা হয়েছে ।

অন্য খবরে প্রকাশ , যুক্তরাষ্ট্র , ব্রিটেন, ফ্রান্স আর ই ইউ একই দিন ইরানের পরমাণু বিষয়ে যার যার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে । মার্কিন রাজনৈতিক কাজকর্ম বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী বার্নস বলেছেন , রাশিয়া জাতি সংঘ নিরাপত্তা পরিষদের আগে ইরানের পরমাণু সমস্যা সম্পর্কিত আন্তর্জাতিক সংলাপ করার যে প্রস্তাব উপস্থাপন করেছে , যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে । চেক প্রজাতন্ত্র সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্লেয়ার বলেছেন , ইরানকে পরমাণু নীতি সম্পর্কিত দায়িত্ব আর কর্তব্য পালন করতে হবে ।

হানিয়ের প্রতি আব্বাসের ফিলিস্তিন - ইস্রাইল শান্তি চুক্তি প্রসঙ্গে সুস্পষ্ট মনোভঙ্গী প্রকাশের দাবী

ফিলিস্তিনের একজন কর্মকর্তা ১১ মার্চ বলেছেন, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস মনে করেন, স্বশাসন সরকারের নতুন প্রধানমন্ত্রী, ইসলামি প্রতিরোধ আন্দোলন---হামাস নেতা ইসমাইল হানিয়ার প্রধানমন্ত্রী নিয়োগ প্রাপ্তির পর দেয়া উত্তর খুবই অস্পষ্ট। তিনি মনে করেন, ফিলিস্তিন - ইস্রাইল শান্তি চুক্তির প্রশ্নে হানিয়ার উচিত সুস্পষ্ট মনোভঙ্গী প্রকাশ করা।

ফিলিস্তিনের এই কর্মকর্তা আরো বলেছেন, আব্বাস হামাসের ফিলিস্তিন মুক্তি সংস্থা আর ইস্রাইলের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুমোদন করার প্রতিশ্রুতি দেবার দাবী জানিয়েছেন। তবে ১০ মার্চ হানিয়া তার জবাবী চিঠিতে অস্পষ্ট-বক্তব্য প্রকাশ করেছেন। তাই আব্বাস হামাসের কাছে দু'সপ্তাহের মধ্যে তাঁর মতাধিষ্ঠান সুস্পষ্টভাবে প্রকাশ করার দাবি জানিয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে হামাসের নেতাদের সঙ্গে অব্যাহতভাবে সাক্ষাত্ করতে রাজি হয়েছেন।

উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে ফিরে যাওয়ার চারটি শর্ত উপস্থাপন করেছে

মার্কিন ওয়াশিংটন পোস্টের খবরে প্রকাশ, উত্তর কোরিয়া সরকারের প্রতিনিধি বর্তমানে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকের সময়ে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংশ্লিষ্ট ছ'পক্ষীয় বৈঠকে ফিরে যাওয়ার চারটি শর্ত উপস্থাপন করেছেন।

খবরে প্রকাশ, উত্তর কোরিয়ার বৈদেশিক বিষয়াদি মন্ত্রণালয়ের আমেরিকা মহাদেশ বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, ছ'পক্ষীয় বৈঠকের উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের উপ প্রধান লি গুন মার্কিন কর্মকর্তার সঙ্গে ৭ মার্চ নিইইয়র্কে জাতিসংঘে মার্কিন অফিসে বৈঠক করেছেন। বৈঠকে লি গুন +যুক্তরাষ্ট্রের কাছে ছ'পক্ষীয় বৈঠকে ফিরে যাওয়ার চারটি শর্ত উপস্থাপন করেছেন যে, উত্তর কোরিয়ার ওপর শাস্তি রদ করা, "মেকী মুদ্রা" তদন্ত করার জন্যে উত্তর কোরিয়া-মার্কিন যৌথ কর্ম গ্রুপ প্রতিষ্ঠা করা, উত্তর কোরিয়ার মার্কিন ব্যাংক ব্যবস্থায় প্রবেশ করা স্বীকার করা, উত্তর কোরিয়াকে মেকী মুদ্রা যাচাই'র প্রযুক্তি সরবরাহ করা।

খবর থেকে জানা গেছে, লি গুন বৈঠকে আবার যুক্তরাষ্ট্রের ওপর উত্তর কোরিয়ার মেকী মুদ্রা, মানী লন্ডারিং ইত্যাদি প্রচার বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, নাহলে উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে ফিরে যাবে না।

সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট মিলোসেভিচ মারা গেছেন

জাতিসংঘের যুগোস্লাভিয়া বিষয়ক আন্তর্জাতিক ফৌজদারী আদালত ১১ মার্চ স্বীকার করেছে যে, এই আদালতে বিচারাধীন সন্দেহভাজন যুদ্ধাপরাধী , প্রাক্তণ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মিলোসেভিচ জাতিসংঘের দি হেগ কারাগারে মারা গেছেন। দি হেগ আদালত সার্বিয়া ও মন্টিনেগ্রোর উত্থাপিত মিলোসেভিচের মরদেহ পরীক্ষা করার দাবীতে রাজি হয়েছে। রাশিয়াও মিলোসেভিচের মৃত্যুর কারণ সংক্রান্ত তথ্য পাবার আশা প্রকাশ করেছে।

১১ মার্চ দি হেগ আদালতের একটি বিবৃতি বলা হয়েছে, একইদিনে কারাগারের প্রহরী মিলোসেভিচকে মৃত্যুবরণ করতে দেখেছে।

সার্বিয়া ও মন্টিনেগ্রোর প্রেসিডেন্ট মারোভিচ ১১ মার্চ বলেছেন, যে সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট মিলোসেভিচের আকষ্মিক মৃত্যুর জন্য দি হেগ আদালত চ্যালেঞ্জের সম্মুখীন হবে।