ইরাকের অন্তর্বর্তীতিকালীন সরকারের প্রেসিডেন্ট জালাল তালাবানি ১২ মার্চ ঘোষণা করেছেন যে, ইরাকের নতুন সংসদের প্রথম সম্মেলন ১৬ মার্চ অনুষ্ঠিত হবে।
তিনি ইরাকে মার্কিন রাষ্ট্রদূত জালমাই খালিলজাদ, ইরাকের ইসলামি বিপ্লবের সর্বচ্চো কমিটির চেয়ারম্যান আবদেল আজিজ আল-হাকিম প্রমুখ নেতাদের সঙ্গে বৈঠকের পর একটি বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, নতুন সংসদের প্রথম সম্মেলনের পর, সংশ্লিষ্ট বিভিন্ন দল অব্যাহতভাবে আলোচনা করবে, যাতে যথাশীঘ্র বর্তমান রাজনৈতিক অচলাবস্থা ভেঙ্গে করা যায়।
একই দিন ইরাকের অন্তর্বর্তীতিকালীন সরকারের প্রধানমন্ত্রী জাফারি বলেছেন, গত অক্টোবর মাসে গৃহীত নতুন জাতীয় সংবিধান অনুযায়ী ইরাকের বিভিন্ন দলের মতভেদ দূর করা হবে। তিনি বলেছেন, ইরাক সংবিধানের সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী গণতন্ত্র পুনর্গঠনের বাধ অতিক্রম করা হবে। দমন পীড়ন কিংবা সৈরাচারী পন্থায় এসব সমস্যা সমাধান করা হবে না।
|