ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ আসেফি তেহরানে বলেছেন, ইরান ইউরেনিয়াম ঘনীভূতকরণ তত্পরতা কখনও বন্ধ করবে না। তা সত্ত্বেও জাতিসংঘ এ ধরণের দাবি জানালে, ইরান সে দাবি গ্রহণ করবে না।
হামিদ আসেফি বলেছেন, ইরান কয়েক দিনের মধ্যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলাপ-পরামর্শের সংশ্লিষ্ট ফলাফল অনুযায়ী, ব্যাপক ইউরেনিয়াম ঘনীভূতকরণ তত্পরতা আবার শুরুর বিষয়ে বিবেচনা করবে। তিনি আরো বলেছেন, ইরানের ইউরেনিয়াম ঘনীভূতকরণ তত্পরতা রাশিয়ায় চালানোর প্রস্তাব বিবেচনা করবে না।
অন্য খবরে প্রকাশ, রাশিয়া সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম একই দিন মস্কোয় বলেছেন, সিরিয়া মধ্য-প্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব করেছে।
তিনি বলেছেন, সিরিয়া ইসরাইলসহ সবগুলো মধ্য-প্রাচ্য দেশের প্রতি পারমাণবিক অবিস্তার চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছে।
তিনি বলেছেন, সিরিয়া, ইরানের পরমাণু সমস্যায় উদ্বিগ্ন নয় এবং শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে।
|