চীনের সর্বোচ্চ গণ-আদালতের মুখপাত্র সুং হুয়া ফু বলেছেন , চীনে অচিরেই মৃত্যুদন্ড বাতিলের সম্ভাবনা আপাতত নেই ।
১১ মার্চ চীনের সরকারী ওয়েবসাইট আর সিনহুয়া ওয়েবসাইটকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেছেন , চীন এখনো একটি উন্নয়নমুখী দেশ , তার বস্তুগত সভ্যতার মাত্রা উঁচু নয় । এর সংগে সংগে ঐতিহ্যিক সংস্কৃতির প্রভাবে খুনের জন্যে মৃত্যুদন্ড প্রভৃতি ধারণা চীনের সাধারণ মানুষের মধ্যে বিরাজমান । অবিলম্বে মৃত্যুদন্ড বাতিল করা হলে ব্যাপক জনসাধারণের স্বীকৃতি আর সমর্থন পাওয়া যাবে না ।
বর্তমানে পৃথিবীতে অর্ধেকেরও বেশি দেশে মৃত্যুদন্ড বজায় রয়েছে । ধীরে ধীরে মৃত্যুদন্ড কমানো আর বাতিল করা বিশ্বের একটি প্রবণতা হবে ।
|