বোআও এশিয়া ফোরামের মহাসচিব লো ইয়োংথু ১১ মার্চ উত্তর-পূর্ব ফ্রান্সের দোভিলে শহরে অনুষ্ঠিত বিশ্ব দোভিলে ফোরামের প্রথম অধিবেশনে ভাষণ দেয়ার সময়ে বলেছেন, চীন আর ইউরোপ অর্থনীতির ক্ষেত্রে পরষ্পরকে সাহায্য ও নির্ভর করলে 'উভয়ের বিজয়' অর্জিত হবে।
তিনি বলেন, চীনের অর্থনীতির দ্রুত উন্নয়ন বিশ্বের জন্য একটি বিরাট বাজার সরবরাহ করেছে। ফলে ইউরোপীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যে চীনে পুঁজি বিনিয়োগ করতে আরও সুযোগ মিলেছে। চীনের মেধা-স্বত্ব সংরক্ষণ ও নবায়ন আর উদ্ভাবন ক্ষেত্রে ইউরোপীয় দেশের সাহায্য দরকার। তিনি বলেছেন, পারস্পরিক কল্যাণ বাস্তবায়ন হচ্ছে চীন ও ইউরোপ উভয় পক্ষের সামনে একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তবে প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন করতেই হবে।
তিনি বলেছেন, বিশ্বায়ন প্রতিযোগিতা নিয়ে আসবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে উত্পাদনশক্তি উন্নত হবে। ফলে বিশ্বের সকল দেশ কল্যাণ পাবে। সুতরাং পশ্চিমা দেশগুলোর বিশ্বায়ন ত্বরান্বিত করার জন্যে আরো চেষ্টা করা উচিত।
|