ফিলিস্তিনের একজন কর্মকর্তা ১১ মার্চ বলেছেন, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস মনে করেন, স্বশাসন সরকারের নতুন প্রধানমন্ত্রী, ইসলামি প্রতিরোধ আন্দোলন---হামাস নেতা ইসমাইল হানিয়ার প্রধানমন্ত্রী নিয়োগ প্রাপ্তির পর দেয়া উত্তর খুবই অস্পষ্ট। তিনি মনে করেন, ফিলিস্তিন - ইস্রাইল শান্তি চুক্তির প্রশ্নে হানিয়ার উচিত সুস্পষ্ট মনোভঙ্গী প্রকাশ করা।
ফিলিস্তিনের এই কর্মকর্তা আরো বলেছেন, আব্বাস হামাসের ফিলিস্তিন মুক্তি সংস্থা আর ইস্রাইলের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি অনুমোদন করার প্রতিশ্রুতি দেবার দাবী জানিয়েছেন। তবে ১০ মার্চ হানিয়া তার জবাবী চিঠিতে অস্পষ্ট-বক্তব্য প্রকাশ করেছেন। তাই আব্বাস হামাসের কাছে দু'সপ্তাহের মধ্যে তাঁর মতাধিষ্ঠান সুস্পষ্টভাবে প্রকাশ করার দাবি জানিয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে হামাসের নেতাদের সঙ্গে অব্যাহতভাবে সাক্ষাত্ করতে রাজি হয়েছেন।
|