চিলির নব-নির্বাচিত প্রেসিডেন্ট মাদাম মিশেল ব্যাচেলেট ১১ মার্চ চিলি প্রজাতন্ত্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন, তাঁর কার্যমেয়াদ চাঁর বছর। তিনিই চিলির ইতিহাসে প্রথমটি নারী প্রেসিডেন্ট।
শপথ অনুষ্ঠান সেদিন দুপুরে চিলির জাতীয় সংসদের ওয়ালফারায়িসোয় আয়োজিত হয়েছে , মোট ৩০টির বেশিও দেশের রাষ্ট্রীয় বা সরকার প্রধান এবং প্রায় ১২০টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মিশেল ব্যাচেলেট বয়স ৫৪ বছর। তিনি সোশ্যাল পার্টির সদস্য। শিশুচিকিত্সা ও সংক্রামক ব্যাধি বিভাগের ডাক্তার। ২০০০ সালে তিনি চিলির স্বাস্থ্য মন্ত্রী ছিলেন এবং ২০০২ সালে আবার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এবছরের ১৫ জানুয়ারী তিনি দ্বিতীয়দফা ভোটে ৫৩.৫ শতাংশ ভোট পেয়ে হয়ে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
|