জাতিসংঘের যুগোস্লাভিয়া বিষয়ক আন্তর্জাতিক ফৌজদারী আদালত ১১ মার্চ স্বীকার করেছে যে, এই আদালতে বিচারাধীন সন্দেহভাজন যুদ্ধাপরাধী , প্রাক্তণ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মিলোসেভিচ জাতিসংঘের দি হেগ কারাগারে মারা গেছেন। দি হেগ আদালত সার্বিয়া ও মন্টিনেগ্রোর উত্থাপিত মিলোসেভিচের মরদেহ পরীক্ষা করার দাবীতে রাজি হয়েছে। রাশিয়াও মিলোসেভিচের মৃত্যুর কারণ সংক্রান্ত তথ্য পাবার আশা প্রকাশ করেছে।
১১ মার্চ দি হেগ আদালতের একটি বিবৃতি বলা হয়েছে, একইদিনে কারাগারের প্রহরী মিলোসেভিচকে মৃত্যুবরণ করতে দেখেছে।
সার্বিয়া ও মন্টিনেগ্রোর প্রেসিডেন্ট মারোভিচ ১১ মার্চ বলেছেন, যে সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট মিলোসেভিচের আকষ্মিক মৃত্যুর জন্য দি হেগ আদালত চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
উল্লেখ্য, সার্বিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী কোস্টুনিচা একইদিনে বলেছেন, সার্বিয়া সরকার দি হেগ আন্তর্জাতিক আদালতের কাছে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দেয়ার দাবি জানিয়েছে। সার্বিয়া ও মন্টিনেগ্রো দি হেগ আন্তর্জাতিক আদালতের কাছে মিলোসেভিচের মরদেহ পরীক্ষা করার দাবী উত্থাপন করেছে। এর সঙ্গে সঙ্গে তাদের দাবি মন্জ্ঞুর হয়েছে।
|