১১ মার্চ ই ইউ'র ২৫ টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অস্ট্রিয়ার সালজবোর্গে পশ্চিম বলকান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ই ইউ'র সম্প্রসারণ সমস্যা আলোচনা করার পর প্রতিশ্রুতি দিয়েছেন যে, শেষাবধি ই ইউ পশ্চিম বলকান দেশগুলোকে ই ইউ'র আনুষ্ঠানিক সদস্যদেশের অবস্থান দেবে।
ই ইউ'র পররাষ্ট্রমন্ত্রীরা ও ক্রোয়েশিয়া, ম্যাসিডোনিয়া, বসনিয়া-হের্জেগোভিনা, সার্বিয়া ও মন্টিনেগ্রো ও আলবেনিয়া এই ৫টি পশ্চিম বলকান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ই ইউতে যোগ দেয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন। এরপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, ই ইউ'র বর্তমান পালাক্রমিক সভাপতি রাষ্ট্র অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাদাম উর্সুলা প্লাসনিক বলেছেন, এই অঞ্চলের দেশগুলোর ই ইউতে যোগদান হচ্ছে ই ইউ'র উন্নয়নের চাহিদা।
|