ক্যামেরুন সরকার ১১ মার্চ ঘোষণা করেছে, তার দেশে প্রথমবার এইচ.৫.এন.১ বার্ড-ফ্লু দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে পোল্যান্ডে বার্ড-ফ্লু'র প্রকোপের উপদ্রুত অঞ্চল ৪টি হয়েছে।
ক্যামেরুন সরকার ১১ মার্চ জানিয়েছে, উত্তর ক্যামেরুনের একটি কৃষিখামারে পালিত হাঁসের গায়ে এইচ.৫.এন.১ ভাইরাস আবিষ্কৃত হয়েছে। এ পর্যন্ত ক্যামেরুন, নাইজেরিয়া, মিশর ও নাইজার চারটি আফ্রিকান দেশে বার্ড-ফ্লু দেখা দিয়েছে।
পোল্যান্ডের সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, পোল্যান্ডের বিভিন্ন সংস্থা ১১ মার্চ খবর প্রকাশ করে বার্ড-ফ্লুতে তিনটি বন্য পাখী আক্রান্ত হওয়ার দৃষ্টান্ত সনাক্ত করেছে। তাতে পোল্যান্ডের বার্ড-ফ্লু'র প্রকোপ উপদ্রু এলাকার সংখ্যা চারটি হয়েছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী কাজিমির্জ মার্সিনকেভিজ বলেছেন, বার্ড-ফ্লু'র মোকাবেলার জন্য পোল্যান্ড প্রস্তুত রয়েছে। এ পর্যন্ত যে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নেয়া হয়েছে সেগুলো দ্রুত ও সময়মত এবং ইইউ'র অনুমদন পেয়েছে, তাই ভয় পাওয়ার কিছু নেই।
|