আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের মন্ত্রীপর্যায়ের সম্মেলন ১০ মার্চ সুদানের দারফুর এলাকায় শান্তিরক্ষার কার্যমেয়াদ এই মাসের শেষদিক থেকে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একইদিনে দাতা গোষ্ঠী সুদানের উদ্দেশ্যে দারফুর সংকট শেষ করার আহ্বান জানিয়েছে।
আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদের মন্ত্রীপর্যায়ের সম্মেলন ১০ মার্চ ঈথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আয়োজিত হয়েছে। ঈথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেয়ৌম মেসফিন এই সম্মেলন শেষে তথ্য মাধ্যমকে বলেছেন, আফ্রিকান ইউনিয়ন ৩০ সেপ্টেম্বরের পরে এই শান্তিরক্ষার কর্তব্য জাতিসংঘের কাছে হস্তান্তর করতে রাজী হয়েছে।
আরো জানা গেছে, ই-ইউ, আফ্রিকান ইউনিয়ন , যুক্তরাষ্ট্র, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মূদ্রা তহবিল সংস্থা ইত্যাদি দাতা গোষ্ঠী ১০ তারিখে এক ইস্তাহারে বলেছে যে, সুদানের কাছে সাহায্য দাতারা ২০০৫ সালে এপ্রিল মাসে স্বাক্ষরিত অসলো চুক্তি অনুযায়ী, তিন বছরে ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার দেবে, যাতে সুদানের মানবতাবাদী সমস্যার সমাধান ও অর্থনীতির পূনর্গঠনে সাহায্য হয়।
|