১০ মার্চ রাশিয়া , থাইল্যান্ড , ফিলিপাইন আর ভিয়েত্নাম সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত ২০০৫ সালে অন্যান্য দেশের মানবাধিকার বিষয়ক রিপোর্টের তীব্র সমালোচনা করেছে ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র বলেছেন , মার্কিন পররাষ্ট্র দফতরের অন্য দেশের মানবাধিকার বিষয়ক বার্ষিক রিপোর্টে রাশিয়ার মানবাধিকারের যে বিকৃত চিত্র আঁকা হয়েছে , তা নিঃসন্দেহে দুদেশের সম্পর্কের স্বাভাবিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করবে ।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে , নিজের মানদন্ড অনুযায়ী অপর দেশের মানবাধিকার যাচাই করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই ।
ফিলিপাইনের প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র বলেছেন , মার্কিন রিপোর্টে ফিলিপাইনের মানবাধিকারের অবস্থার সমালোচনা অসঙ্গত ।
যুক্তরাষ্ট্র বাস্তবতা উপেক্ষা করে ভিয়েত্নামের মানবাধিকারের অবস্থা যে বিকৃত করেছে , ভিয়েত্নামের কমিউনিস্ট পার্টির নান্ ডান্ পত্রিকার সম্পাদকীয়তে তার নিন্দা করা হয়েছে ।
|