৯ম শীতকালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস স্থানীয় সময় ১০ মার্চ সন্ধ্যায় ইতালির রাজধানী টুরিনে শুরু হয়েছে। ইতালির প্রেসিডেন্ট সিয়েমপি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী অলিম্পিক গেমসে বিশ্বের ৩৯টি দেশের ৫৩৫জন খেলোয়াড় এলপাইন স্কিইং, আইস স্লে ফীল্ড হকি, নোডিক কম্বাইন্ড এবং হুয়ীল-চেয়ারে কার্লিং স্টোন চারটি প্রতিযোগিতায় যোগ দেবেন। তার মধ্যে হুয়ীল-চেয়ারে কার্লিং স্টোন হচ্ছে এবারকার অলিম্পিক গেমসের নতুন ইভেন্ট। চীনের খেলোয়াড়রা এলপাইন স্কিইং, নোডিক কম্বাইন্ড তথা ক্রস- কান্ট্রি স্কিইং এই দুটি ইভেন্টের ২৪টি দফার প্রতিযোগিতায় অংশ নেবেন।
|