১০ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেস( এনপিসি) আর চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের(সিপিপিসিসি) বার্ষিক সম্মেলনে অংশ গ্রহণকারী প্রতিনিধি আর সদস্যারা চীনের অভ্যন্তরীণ ব্যাপারে জাপানের পররাষ্ট্র মন্ত্রী আসো টারোর নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছেন। এনপিসির প্রতিনিধি হওয়াং ইয়ে সেন বলেছেন, তাইওয়ান আর ইতিহাস সমস্যা হচ্ছে চীন-জাপান সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। দু'দেশের মধ্যে স্বাক্ষরিত তিনটি রাজনৈতিক দলিলে তাইওয়ান সমস্যায় জাপান কোনো হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে। আসো টারোর কথা প্রকটভাবে জাপানের প্রতিশ্রুতি এবং দু'দেশের রাজনৈতিক ভিত্তি লঙ্ঘণ করেছেন।
সিপিপিসিসির সদস্য লং চাও ইয়েন বলেছেন, আসো টারোর আচরণ খুব বিপদজনক।
উল্লেখ্য ৯ মার্চ তাইওয়ান সমস্যা প্রসংগে জাপানের পররাষ্ট্র মন্ত্রী আসো তারোমন্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তাইওয়ান ' একটি দেশ' । তাইওয়ানের সঙ্গে জাপানের ' দু'দেশের সম্পর্ক' বজায় রাখা উচিত।
|