চীনা জনগণের শান্তি অর্জন ও নিরস্ত্রীকরণ সমিতির উপ-পরিচালক লিউ চিংছিন ৯ মার্চ নয়াদিল্লীতে অনুষ্ঠিত "চীন-ভারত সম্পর্ক" বিষয়ক সেমিনারে বলেছেন, চীন ও ভারতের অর্থনীতির দ্রুত উন্নয়ন এশিয়ার অর্থনীতির অব্যাহত ও স্থিতিশীল উন্নয়ন সামনে এগিয়ে নিয়ে যাবে।
লিউ চিংছিন বলেছেন, আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রে দু'দেশের বিরাট সহযোগিতার সুপ্ত শক্তি আছে। অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা দু'দেশের যৌথ উন্নয়ন ত্বরান্বিত করবে। চীন ইতিমধ্যই ভারতের দ্বিতীয় বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে। ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ায় চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার।
সঙ্গে সঙ্গে লিউ চিংছিন বলেছেন, রাজনীতি ক্ষেত্রে চীন ও ভারতের পারস্পরিক আস্থা ও মতৈক্য এশীয় অঞ্চলের স্থিতিশীলতা সুরক্ষা করার জন্যে খুব অনুকূল। দু'দেশের উচিত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াদিতে যেমন সন্ত্রাস দমন করা, উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ সুরক্ষা করা প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।
|