পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে ১০ মার্চ একটি গাড়ি স্থল মাইনের আঘাতে বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
বেলুচিস্তান প্রদেশের সরকারের মুখপাত্র রাজিখ বুগদি বলেছেন, এই দুর্ঘটনা এই প্রদেশের রাজধানী কোয়েটার তিন'শ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘটেছে। গাড়ির যাত্রীরা বিবাহানুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে অধিকাংশই হচ্ছেন নারী ও শিশু।
এই মুখপাত্র আরো বলেছেন, এ পর্যন্ত কোনো সংস্থা এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। কিন্তু তাঁরা মনে করেন, এই হামলার জন্য বেলুচিস্তানের স্থানীয় অবৈধ সশস্ত্র ব্যক্তিরা দায়ী।
|