ইরাকস্থ মার্কিন মুখপাত্র ৯ মার্চ বলেছেন, ইরাকের আবু গারিব কারাগার তিন মাসের মধ্যে বন্ধ করে এর ৪৫০০জন বন্দীকে অন্যান্য কারাগারে স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেছেন, ক্রোপার বন্দীশালা নির্মণন কাজ শেষ হবার পর মার্কিন বাহিনী আবু গারিব কারাগার ইরাক সরকারের কাছে হস্তান্তর করবে।মার্কিন বাহিনীর মতে আবু গারিব কারাগারে হামলার শিকার হওয়া সহজ। বাগদাদ বিমান বন্দরের কাছের ক্রোপার তার চেয়ে নিরাপদ। জানা গেছে, বর্তমানে ক্রোপার বন্দীশালায় ১০০ জনেরও বেশী গুরুতর ব্যক্তি বন্দি রয়েছে, এর মধ্যে রয়েছেন ইরাকের সবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন।
|