ফিলিস্তিনের হামাস ও ফাতাহ ৯ মার্চ দুই দফা আলোচনা করলেও তাদের মধ্যে যৌথ সরকার গঠনে মতৈক্য হয়নি।
ফিলিস্তিনের আইন পরিষদে ফাতাহ'র চেয়ারম্যান আজাম আল-আহমেদ আলোচনার পর বলেছেন, ফাতাহ ও হামাসের মধ্যে নতুন সরকারের কর্মসূচিনিয়ে স্পষ্ট মতভেদ আছে। ফাতাহ হামাসের কাছে ফিলিস্তিনের "মৌলিক আইনে" অনুমোদিত স্বাধীনতা ঘোষণা স্বীকার করা এবং ফাতাহ ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি মেনে নেয়ার দাবি জানিয়েছে।
আইন পরিষদের হামাসের মুখপাত্র সালাহ আল-বার্দাভিল বলেছেন, আলোচনার মাধ্যমে হামাস ও ফাতাহের মধ্যে সমঝোতা গভীর হয়েছে এবং পার্থক্য কমেছে। তিনি জোর দিয়ে বলেছেন, হামাস যথাশীঘ্রই নতুন সরকার গঠনের কাজ সমাপ্ত করবে।
|