বার্ড-ফ্লু প্রকোপ সম্প্রতি বিশ্বের কিছু জায়গায় আরো বিস্তারিত হয়েছে। নাইজেরিয়ায় প্রকোপ অবস্থা গুরুতর হলেও কোনো মানুষের রোগে আক্রান্ত হবার খবর পাওয়া যায়নি।
সার্বিয়া প্রজাতন্ত্র ৯ মার্চ প্রকাশিত বিবৃতিতে স্বীকার করেছে, উত্তর সার্বিয়া ও মন্টেনেগ্রোর সোম্বর অঞ্চলে একটি মৃত মরালের গায়ে এইচ.৫.এন.১ ভাইরাস আবিষ্কৃত হয়েছে। তা হলো সার্বিয়া ও মন্টেনেগ্রোর প্রথম বার্ড-ফ্লু'র ঘটনা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন নারী মুখপাত্রী একই দিনে জেনিভায় ঘোষণা করেছেন আজারবাইজানে ১১জন বার্ড-ফ্লু রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এদের মধ্যে ৩জন মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা মনে করেন সম্প্রতি রোগীদের গ্রামের নিকটবর্তী এলাকায় বার্ড-ফ্লু প্রকোপ সম্ভবত তাদের আক্রান্ত হওয়ার প্রধান কারণ।
উত্তর জার্মানির রুগেন দ্বীপে একটি নেউল এইচ.৫.এন.১ ভাইরাসে আক্রান্ত হয়েছে।এর আগে রুগেন দ্বীপের তিনটি বিড়াল ও কয়েকটি পাখি বার্ড-ফ্লু আক্রান্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ প্রসঙ্গে বিবৃতি প্রকাশ করে বলেছে, ভাইরাসটি কি পরিবর্তিত হয়ে মানব জাতি ও পশুদের মধ্যে সংক্রান্ত হয় কিনা তা প্রমান করার জন্য আরো পরীক্ষা করা উচিত।
|