গত বছর চীনের বিভিন্ন স্তরের আদালত মেধাস্বত্ব রক্ষার ব্যবস্থা নিয়েছে । ফলে মেধাস্বত্ব সম্পর্কিত মামলা নিষ্পত্তির গতি অনেক বেড়েছে ।
১০ মার্চ চীনের সর্বোচ্চ আদালত সূত্রে প্রকাশ , গত বছর বিভিন্ন স্তরের আদালত আইন অনুসারে মেধাস্বত্ব লংঘনকারীদের কঠোর শাস্তি দিয়েছে এবং মেধাস্বত্ব লংঘন সংক্রান্ত সাত হাজারেরও বেশী মামলা তদন্ত ও নিষ্পত্তি করেছে , এই সংখ্যা ২০০৪ সালের চেয়ে ২০ শতাংশ বেশী ।
জানা গেছে , গত বছর বিভিন্ন স্তরের আদালত মেধাস্বত্ব রক্ষার জন্য অনেক ব্যবস্থা নিয়েছে , এ গুলোর মধ্যে আছে মেধাস্বত্ব রক্ষার প্রচার অভিযান চালানো , মেধাস্বত্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তি ব্যবস্থা নিঁখুত করা আর বিখ্যাত মার্কার আইনগত রক্ষা ব্যবস্থা জোরদার ইত্যাদি ।
|