v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-10 16:28:00    
চীনের গ্রামীন তৃণমূল গণতান্ত্রিক গঠনকাজ

cri
 চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ অধিবেশন পেইচিংয়ে চলছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ৫ মার্চ পেশ করা সরকারী কার্যবিবরণীতে অব্যাহতভাবে চীনের গণতান্ত্রিক রাজনীতি ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, "চীন গণতান্ত্রিক ব্যবস্থা সুসম্পন্ন করবে, গণতান্ত্রিক পদ্ধতি সমৃদ্ধ করবে, নাগরিকদের সুশৃঙ্খলভাবে রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ করবে। জনগণ আইন অনুসারে গণতান্ত্রিক নির্বাচন, সিদ্ধান্ত নেয়া, পরিচালনা এবং তত্ত্বাবধান কার্যকরীকরণ নিশ্চিত করবে।"

 এই বছরের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে অনেকে চীনের গ্রামাঞ্চল থেকে এসেছেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের গ্রামাঞ্চলের তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক গঠনকাজের প্রক্রিয়ার প্রতি নিঃসন্দেহে তাঁদের বাস্তব অনুভূতি আছে। তাহলে আমরা তাঁদের কাছ থেকে শুনি।

 জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি মাদাম মাও লান চেন মধ্য চীনের সিছুয়ান প্রদেশের একটি সুদূর গ্রাম থেকে এসেছেন। তিনি সংবাদদাতাকে বলেছেন, গ্রামবাসীরা গ্রামবাসীদের স্বশাসন সংস্থা --- গ্রাম কমিটির নির্বাচনের উপর খুব মনোযোগ দেন। এখন গ্রামের উন্নয়নের উপর সবাই গুরুত্ব দেন। আমরা একটি অপেক্ষাকৃত উঁচু মানের গ্রামকমিটি নির্বাচন করতে চাই, যাতে এই কমিটি কর্মমুখী হয়। ফলে এই নির্বাচনের উপর জনসাধারণের সক্রিয়তা খুব বেশি। "

 উত্তর-পশ্চিম চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে আসা প্রতিনিধি আয়সিয়ানমু শামশাক সংবাদদাতাকে বলেছেন, তাঁর নিজ গ্রাম ১৯৮৪ সাল থেকে গ্রাম কমিটির নির্বাচন শুরু করে। গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত ক্যাডার নিঃসন্দেহে উপর থেকে পাঠানো ক্যাডারের চেয়ে ভালো। নির্বাচনের প্রক্রিয়ায় অপেক্ষাকৃত তুমুল প্রতিদ্বন্দ্বিতাও আছে, কিন্তু আমি মনে করি এভাবে সত্যিকার গণতন্ত্র প্রতিফলিত হয়, পরবর্তীকালের কাজের জন্যও তা হিতকর। আমরা চাই, যারা জনসাধারণের স্বীকৃতি পান, সত্যি সত্যি জনতার স্বার্থ অর্জনের জন্য প্রচেষ্টা চালান , এমন ব্যক্তি তৃণমূলের ক্যাডার হন। "

 দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশ থেকে আসা প্রতিনিধি কুয়ান রুনইয়াও হচ্ছেন "রোনান গ্রাম" নামে একটি ধনী গ্রামের গ্রাম কমিটির পরিচালক। তিনি বলেছেন, তাঁর গ্রামের মাথাপিছু বার্ষিক আয় দশ হাজার ইউয়েন ছাড়িয়েছে । নিরন্তরভাবে সুসম্পন্ন তৃণমূলের গণতন্ত্র হচ্ছে স্থানীয় অর্থনীতির টেকসই উন্নয়নের ভিত্তি। গ্রাম কমিটির ক্যাডাররা গ্রামবাসীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তাই আমাদের গ্রামের তৃণমূল ক্যাডাদের ন্যায়সংগত , দূর্নীতিমুক্ত এবং ভালোভাবে গ্রামের নানা কাজ নিষ্পত্তি করতেই হবে। আমরা কয়েকবার গ্রাম কমিটির নির্বাচন করেছি, এটা আমাদের ক্যাডারদের তত্ত্বাবধান ত্বরান্বিত করেছে। গ্রামের অর্থনীতিও বিকশিত হয়েছে। "

 চীনের ১৩০ কোটি জনসংখ্যার মধ্যে ৮০ কোটির বেশি লোক গ্রামাঞ্চলে বসবাস করেন। কৃষকরা কিভাবে যথাযথভাবে নিজের গণতান্ত্রিক অধিকার উপভোগ করবেন , তা হচ্ছে চীনের গণতান্ত্রিক গঠন প্রক্রিয়ার সামনে এক বিরাট চ্যালেঞ্জ। বিংশ শতাব্দীর ৮০র দশকের আগে গ্রামের তৃণমূল ক্যাডারদের প্রায় সবাইকে উপর থেকে নিয়োগ করা হতো। কিন্তু ৮০র দশক থেকে চীনে গ্রামে তৃণমূল প্রত্যক্ষ নির্বাচন শুরু হয় অর্থাত্ গ্রামবাসীরা নিজেই মনোনীত করেন, তারপর গণ ভোটদানের মাধ্যমে স্বশাসন সংস্থা --- গ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়।

 এই সংস্কার চীনের গ্রামাঞ্চলের তৃণমূল গণতান্ত্রিক গঠনের প্রস্তাবনা উন্মোচিত করেছে। দশাধিক বছরের বাস্তব অনুশীলনের পর চীন ১৯৯৮ সালে "গ্রাম কমিটির সাংগঠনিক আইন" প্রকাশ করেছে। এতে আইনের পদ্ধতিতে গ্রাম কমিটি হচ্ছে গ্রামবাসীদের স্বশাসন, স্বয়ং শিক্ষা , স্বয়ং সেবা দেয়ার এক তৃণমূল স্বায়ত্তশাসিত সংস্থা । গ্রামের ক্যাডারদের কার্য মেয়াদ তিন বছর। গ্রামবাসীরা গ্রাম কমিটির সদস্যদের সরাসরি নির্বাচন করতে বা পদচ্যুত করতে পারেন।

 কুয়াংতুং প্রদেশের গ্রাম থেকে আসা প্রতিনিধি ম্যাডাম ইয়াং ইয়ু মেইয়ের সাধারণ মর্যাদা হচ্ছে গ্রাম কমিটির একজন সদস্য। তিনি সংবাদদাতাকে বলেছেন, তাঁদের গ্রামে একটি অর্থগ্রুপ প্রতিষ্ঠিত হয়েছে। এই অর্থ গ্রুপ গ্রাম কমিটির সদস্য আর গ্রামবাসীদের প্রতিনিধি নিয়ে গঠিত। এই গ্রুপের প্রধান ভূমিকা হচ্ছে গ্রাম কমিটির অর্থ পরিচালনা কাজের তত্ত্বাবধান করা। ঘোষণা বোর্ডে আমাদের গ্রামের পরিচালনার কাজকর্মগুলো প্রকাশ করা আমাদের কর্তব্য। কিন্তু এমন প্রকাশ্য অবস্থায়ও কোন কোন গ্রামবাসী হয়তো গ্রাম কমিটিকে বিশ্বাস করেন না। যেমন তারা বলতে পারেন, কেবল গ্রাম কমিটির কয়েক জন সদস্য সেখানে একসাথে বসে কাজ করেন, আমরা কিভাবে জানবো যে, এর ভিতরে কোন সমস্যা আছে কিনা? তাই অর্থ গ্রুপের তত্ত্বাবধান থাকায় কাজের স্বচ্ছতা বেড়েছে।

 অসম্পন্ন পরিসংখ্যান অনুযায়ী, গ্রাম কমিটির নির্বাচনে সারা দেশের গ্রামবাসীদের গড়পরতা অংশগ্রহণ হার ৮০ শতাংশের বেশি, কিছু কিছু অঞ্চলে ৯০ শতাংশেরও বেশি। এখন চীনের নিরঙ্কুশ গ্রামে কেবল গ্রাম কমিটি প্রতিষ্ঠিত হয়েছে তা নয়, বরং সকল গ্রামবাসীদের আলোচিত বা সংশোধিত গ্রাম নিয়ম প্রণীত হয়েছে। কৃষকরা নিয়মকানুকে "গ্রামের ক্ষুদ্র সংবিধান" বলে অভিহিত করেন।

 অবশ্যই চীনের গ্রামাঞ্চলের তৃণমূল গণতান্ত্রিক নির্মাণে কিছু কিছু সমস্যাও রয়েছে। চীনের সমাজ এক সংস্কার যুগে আছে। প্রতি বছরে কোটি কোটি গ্রামবাসী শহরে গিয়ে কাজ করেন বা ব্যবসা করেন। তাঁরা দীর্ঘকাল ধরে জমির কাছ থেকে দূরে থাকেন। এমন কৃষকদের গণতান্ত্রিক অধিকার কার্যকরী করা একটি সমস্যায় পরিণত হয়েছে। এটাও লোকজনের একটি মনোযোগী আলোচ্য বিষয় হয়েছে।

 চলতি বছরের প্রথম দিকে চীনের কেন্দ্রীয় সরকার জোরালোভাবে নতুন গ্রাম নির্মাণের রাজনীতি চালু করেছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সরকারী কার্যবিবরণীতে এই রাজনীতির কিছু প্রতিফলিত হয়েছে।

 ভাবতে পারি যে, চীনের নতুন গ্রাম নির্মাণ কাজের অগ্রগতির সঙ্গে সঙ্গে গ্রামের তৃণমূল গণতন্ত্র আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এটা অবশ্যই চীনের গ্রাম এবং ব্যাপক চীনা কৃষকদের জন্য একটি আরো উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যতের সম্ভাবনা বয়ে আনবে।