v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-10 09:57:22    
১১ মার্চ

cri
    ** চেন লু চীনের প্রথম বিশ্ব ফিগার স্কেটিংয়ের স্বর্ণ পদক অর্জন করেন

    ১৯৯৫ সালের ১১ মার্চ চীনের খেলোয়াড় চেন লু বৃটেনের বার্মিংহামে অনুষ্ঠিত বিশ্ব ফিগার স্কেটিং চ্যাম্পিয়ণশীপ প্রতিযোগিতায় নারী একক বিভাগের চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব বড় প্রতিযোগিতায় চীনের জন্য প্রথম ফিগার স্কেটিংয়ের স্বর্ণপদক অর্জন করেছেন।

    চেন লুর জন্ম ১৯৭৬ সালের ২৪ নভেম্বর চিলিন প্রদেশের রাজধানী ছাং ছুনের একটি ক্রিড়া পরিবারে । তাঁর বাবা আইস হকি খেলোয়াড় ছিলেন। তাঁর মা টেবিল টেনিসে পারদর্শী ছিলেন। চেন লুর উচ্চতা ১.৬২ মিটার, তিনি চার বছর বয়স থেকে ফিগার স্কেটিংয়ের মৌলিক প্রশিক্ষণ শুরু করেন।

    ১৯৮৭ সালে তখন কেবল ১১ বছর বয়স্ক চেন লু চীনের ফিগার স্কেটিং চ্যাম্পিয়ণশীপ প্রতিযোগিতার নারী একক বিভাগের প্রতিযোগিতায় তিন রকমের "তিন পাক খাওয়া লাফ " সম্পন্ন করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। ১৯৮৮ সালে চেন লু প্রথম বার বিদেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। তিনি মস্কো আন্তর্জাতিক ফিগার স্কেটিং আমন্ত্রণী প্রতিযোগিতায় নারী একক বিভাগের বয়সপ্রাপ্ত গ্রুপে দ্বাদশ স্থান অধিকার করেছেন, তাঁকে "স্বর্ণ বেবি পুরস্কার " দান করা হয়েছে।

    ১৯৮৯ সালে চেন লু চীনের ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় পাঁচ রকমের "তিন পাক-খাওয়া লাফ" সম্পন্ন করে দেশের আইস ক্রীড়া মহলকে অত্যন্ত বিম্ময় করেছেন, তিনি এই প্রথম বার চীনের ফিগার স্কেটিং চ্যাম্পিয়ন হন। এরপর তিনি একটানা চীনের নারী ফিগার স্কেটিংয়ের চ্যাম্পিয়ন একাধিকার করেছেন।

    ১৯৯৫ সালের জানুয়ারীতে তিনি অষ্টম জাতীয় শীতকালীন গেমসের নারী একক ফিগার স্কেটিংয়ের চ্যাম্পিয়ন হওয়ার পর ডিসেম্বারে জাপানের এন এইচ কে ফিগার স্কেটিং পুরস্কার প্রতিযোগিতা এবং "চারটি শ্রেষ্ঠ" আন্তর্জাতিক ফিগার স্কেটিং আমন্ত্রণী প্রতিযোগিতায় নারী একক ফিগার স্কেটিংয়ের স্বর্ণপদক অর্জন করেছেন, এবং প্রথম বার চীনের দশ জন শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ১৯৯২ সাল থেকে চেন লু সবসময়ে চীনের দশ জন শ্রেষ্ঠ আইস মহলের খেলোয়াড় নির্বাচিত হন।

    ** শা'সি প্রদেশের কৃষক ছিন সম্রাটের সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোটা আবিষ্কার করেন

    ১৯৭৪ সালের ১১ মার্চ শা'সি প্রদেশের লিন থুং জেলার একজন কৃষক ছিন সম্রাটের সমাধির সৈনিক ও ঘোড়ার টেরাকোটা আবিষ্কার করেন । এই খননকাজ থেকে জানা গেছে সৈনিক ও ঘোড়ার টেরাকাটার শরীরের বিভিন্ন অংশ (কাদামাটি দিয়ে তৈরী) ছাঁচে গড়া হয়, তবে মুখের অংশ পোড়াবার আগে ভাস্কর্য কর্মের মতো খোদাই করতে হয়। এই সব নরম মাটির মূর্তি পোড়াবার আগে যথাযথভাবে রঙ্ লাগানো হয় না, বরং সাধারনত মাটি পোড়াবার পরই-কেবল সাদা ইত্যাদি রঙ লাগিয়ে সৈনিকের সাদা পোষাকের রঙ্ হয় । ভাঁটিতে পোড়াবার সময়ে মাটির সৈনিক ও ঘোড়া যেভাবে সাজিয়ে রাখা হয়, তাও আমাদের কল্পনার বাইরে। অর্থাত্ সেগুলো উল্টা করে রাখা হয় : পা উপরের দিকে এবং মাথা নিচে রাখা হয়। আসলে এইভাবে সাজিয়ে রাখার পদ্ধতি বিজ্ঞান-সম্মত, কারণ মানুষের উপরের অংশ সিচের অংশের চেয়ে বেশি ভারী, মাথা নিচে রাখা হলে পোড়াবার সময়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কম । এতে প্রমাণিত হয়েছে, দু হাজার বছর আগেই চীনা জনগণ এই বৈজ্ঞানিক তত্ত্ব আয়ত্ত করেছেন।