![]( /mmsource/images/2006/03/09/wu.jpg) ৯ মার্চ চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও বলেছেন, চলতি বছর চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি কৃষি, প্যান্টেন্ট, শক্তির সাশ্রয় প্রভৃতি আইন কার্যকরীকরণের উপর পরীক্ষা করবে। তিনি আরও বলেছেন বিজ্ঞাসম্মত আর গণতান্ত্রিক আইন প্রণয়নের প্রক্রিয়ায় চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি নানা ধরনের পদক্ষেপ নিয়ে সমাজের বিভিন্ন মহলের মতামত শুনবে।
তা ছাড়া, হু চিন থাও, ওয়েন চিয়া পাও, ছেন ছিন হং প্রমুখ নেতারা আংশিক প্রতিনিধি দলের গ্রুপ আলোচনায় অংশ নিয়েছেন।
|