ইরানের স্পীকার: পারমাণিবক সমস্যায় পাশ্চাত্য দেশগুলো অসম নীতি অনুসরণ করে
cri
৯ মার্চ ইরানের স্পীকার হাদ্দাদ ই আডেল পরমাণু সমস্যায় পাশ্চাত্য দেশগুলোঅসম নীতি অনুসরণ করার অভিযোগ করেছেন। তিনি মনে করেন, ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ প্রয়োগের বিরোধীতা করা ' পারমাণবিক অস্ত্র বিস্তার না করার চুক্তির' বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।তিনি বলেছেন, ইরানের পরমাণু তত্পরতা কোন দিন সামরিক মুখী ছিল না। ইরানী জনগণ পশ্চিমাশক্তির দাপটের সামনে নতি স্বীকার করবে না। কারণ এটা ইরান জাতির আশা-আকাংক্ষার পরিপন্থী।
|
|