পূর্ব সাগর সমস্যায় চীনের আপত্তি
cri
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৯ মার্চ পেইচিংএ বলেছেন, পূর্ব সাগর সমস্যায় চীন তথাকথিত 'মধ্য লাইন' পূবশর্ত হিসেবে জাপানের উত্থাপিত মিলিত উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করবে না। তিনি আবার ঘোষণা করেছেন, চীনের নিকট সাগরে চীন তেলের খাত উদঘাটন করেছে যেখানে দু'পক্ষের মধ্যে কোনো বিতর্ক নেই। চীন সাবর্ভোম অধিকারের স্বাভাবিক তত্পরতা চালাচ্ছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, ডিওয়ু দ্বীপ আর তার আশেপাশের দ্বীপপুঞ্জদীর্ঘকাল ধরে চীনের ভূভাগ। এ সব দ্বীপের উপর চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে।
|
|