|
 |
(GMT+08:00)
2006-03-09 19:20:13
|
তুরস্ক বোমা বিস্ফোরণে ১০ জনেরও বেশী হতাহত
cri
৯ মার্চ সকাল নয়টার কাছাকাছি সময় তুরস্কের পূবার্ঞ্চলের ভান প্রদেশের বেসয়োল এলাকার একটি দোকানের সামনে সংঘটিত একটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। কয়েকটি গাড়ী বিস্ফোরণে ধ্বংগ্রস্ত হয়েছে। দু'ঘটনা ঘটার পর, সংশ্লিষ্ট বিভাগ অবিলম্বে ঘটনাস্থল এম্বুলেন্স পাঠিয়েছে এবং ঘটনাস্থলের চার পাশে কর্ডন করে রেখেছে।
তুরস্কের আনাতোলিয়া বার্তা সংস্থা ওয়াকিবহাল সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, এই বিস্ফোরণ সম্ভবতএকটি আত্মঘাতী হামলা। বতর্মানে পুলিশ এই দু'ঘটনার বিষয়ে তদন্ত চালাচ্ছে।
|
|
|