চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কান ৯ মার্চ বলেছেন, চীন মনে করে, বতর্মান পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের অবকাশ এখনও আছে। সংশ্লিষ্ট পক্ষের উচিত কূটনৈতিক প্রয়াস দ্রুততর করে ইরানের পরমাণু সমস্যা সঠিকভাবে সমাধানের জন্যে গঠনমূলক ভূমিকা পালন করা।
তিনি বলেছেন, চীন আশা করে, ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে পুরোপুরি সহযোগিতা চালিয়ে আস্থা বাড়ানোর পদক্ষেপ নেবে। যাতে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের জন্যে শর্ত সৃষ্টি করা হয়। তিনি আরও বলেছেন, এর সঙ্গে সঙ্গে চীন আশা করে, পরিস্থিতি যাতে উত্তপ্ত হয়ে না উঠে সেই জন্যে সংশ্লিষ্ট পক্ষ , সংযম আর সহিষ্ণুতা বজায় রেখে অব্যাহতভাবে আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের প্রয়াসে আত্মনিয়োগ করবে। চীন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে একত্রে ইরানের পরমাণু সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য প্রচেষ্টা চালাতে প্রস্তুত।
|