জাতিসংঘের মহাসচিব কফি আনান ৮ মার্চ নিউইয়র্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক পেশাজীবী নারী দিবসের উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ আরো সম্প্রসারণের আহবান জানিয়েছেন।
আনান বলেছেন, এই বছরে নারী দিবসের প্রসঙ্গ হচ্ছে "নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীদের ভূমিকা"। নারীদের নীতি নির্ধারণে অংশগ্রহণ সারা বিশ্বের নারীর অবস্থান উন্নীত করা এবং মানবজাতির উন্নয়ন ত্বরান্বিত করা জন্যে খুব গুরুত্বপূর্ণ। দশাধিক বছর আগে গৃহীত "পেইচিং ঘোষণায়" নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীদের সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাব দাখিল করার পর থেকে বিশ্বে নারীদের অবস্থান উন্নীত করা এবং নীতি নির্ধারণে তাদের অংশগ্রহণ সুযোগ বাড়ানোর ক্ষেত্রে অনেক সফলতা অর্জিত হয়েছে। কিন্তু নীতি নির্ধারক মন্ডলীতে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর ক্ষেত্রে আরো প্রচেষ্টা চালাতে হবে।
আনান বলেছেন, জাতীয় পর্যায়ের নীতি নির্ধারক মন্ডলীতে নারীদের সংখ্যা এমনিতেই বাড়বে না। সংশ্লিষ্ট রাজনৈতিক পার্টি বা সরকার সুনির্দিষ্ট লক্ষ্য প্রণয়ন করার মাধ্যমে তা বাস্তবায়িত হবে। জাতিসংঘের সংশ্লিস্ট অভিজ্ঞতা শেখা উচিত। তিনি বিভিন্ন দেশের উদ্দেশ্যে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে একজন নারীকে নির্বাচন করার বিষয়টি বিবেচনা করার আহবান জানিয়েছেন।
|