ওপেক অশোধিত তেল উদপাদনের বতর্মান পরিমাণ পরিবর্তননা করা এবং যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের বাণিজ্যিক রিজার্ভের পরিমাণ বিপুল মাত্রায় বাড়ার প্রেক্ষাপটে ৮ মার্চ নিউইয়কের বাজারে অশোধিত তেলের ফিউজারস দাম ২.৪৮ শতাংশ পড়ে গেছে ।
৮ মার্চ নিউইয়ক বাণিজ্য বিনিময় কেন্দ্রে আগামী এপ্রিল মাসে হালকা অশোধিত তেলের ফিউজারস দাম আগের দিনের চাইতে প্রতি ব্যারেল ১.৫৬ ডলার পড়ে গেছে , অবশেষে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম ৬০.০২ ডলার হয়েছে। কিন্তু আগের দিনের এক সময় অশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৫৯.২৫ মার্কিন ডলার।
|