মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক ৯ মার্চ বলেছেন, চীনের উন্নয়ন সম্পর্কে উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করা উচিত। চীন ক্রমাগত উন্মুক্ত হচ্ছে। চীন আন্তর্জাতিক শৃঙ্খলার এক অংশ। চীনের শক্তিশালী হওয়া আঞ্চলিক সমৃদ্ধির জন্য অনুকূল।
মালয়েশিয়ার সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, কুয়ালালাম্পুরে আয়োজিত "মালয়েশিয়া ও পূর্ব এশিয়া সম্মেলনে" ভাষণ দেয়ার সময়ে নাজিব উপরোক্ত কথা বলেছেন। তিনি আরো বলেছেন, চীন ও এশিয়ার উন্নয়নে মালয়েশিয়ার উপকার হবে চীনের সাফল্য মালয়েশিয়ার স্বার্থের অনুকূল।
|