চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ৯ মার্চ "২০০৫ যুক্তরাষ্ট্রের মানবাধিকার রেকর্ড" নামক এক প্রবন্ধ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ৮ মার্চ "২০০৫ সালে বিভিন্ন দেশের মানবাধিকার রিপোর্ট" প্রকাশ করেছে। তাতে চীনসহ বিভিন্ন দেশের মানবাধিকার অবস্থা সম্পর্কে বিকৃত রূপে বর্ণনা করা হয়েছে এবং অপবাদ দেয়া হয়েছে।
এবার নিয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টের প্রতিবাদে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় একটানা সাত বছর যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রকাশ করেছে।
প্রবন্ধটিতে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট "নিজের মন্দ মানবাধিকার অবস্থা এড়িয়ে গিয়ে নিজেকে বিশ্বের মানবাধিকার বিষয়ক বিচারক বলে জাহির করে চীনসহ ১৯০টিরও বেশী দেশ ও অঞ্চলের মানবাধিকার অবস্থা সম্পর্কে অপবাদ দিয়েছে।
প্রবন্ধটিতে যুক্তরাষ্ট্রের গুরুতর মানবাধিকার লংঘনের দৃষ্টান্ত ধরা হয়েছে। প্রবন্ধটি ৭টি ভাগে বিভক্ত, যেমন "জীবন ও মানুষের ব্যক্তিগত নিরাপত্তা", "রাজনৈতিক অধীকার ও স্বাধীনতা", "বর্ণবৈষম্য" এবং "নারী ও শিশুদের অধিকার" ইত্যাদি।
চীনের প্রবন্ধটিতে মার্কিন সরকারের প্রতি নিজের দেশের মানবাধিকার সমস্যা সঠিকভাবে বিবেচনা করা এবং বাস্তব ব্যবস্থা নিয়ে মানবাধিকার অবস্থা উন্নত করা এবং আন্তর্জাতিক মানবাধিকার অবস্থা উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে।
|