v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-09 15:24:42    
পাক-আফগান সম্পর্ক উত্তেজনাসংকুল হচ্ছেকেন

cri
    গত ৮ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট পার্ভেজ মুশাররফ সফররত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান সেনাপতি জেনারেল জন আবিজাইদের সংগে সাক্ষাতকালে একদিকে দৃঢভাবে সন্ত্রাসী তত্পরতার ওপর আঘাত হানার প্রতিশ্রুতি দিয়েছেন , অন্যদিকে আফগান সরকারের নিন্দা করে বলেছেন যে, তার পক্ষে তালিবান সংক্রান্ত তথ্যাদি সংবাদপত্রে প্রকাশ করা উচিত নয় । বিশ্লেষকরা মনে করেন , সন্ত্রাস-বিরোধী সমস্যায় পারস্পরিক নিন্দা করার জন্যে পাক-আফগান সম্পর্ক উত্তেজনাসংকুল হয়ে উঠেছে ।

    গত সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সবেমাত্র তাঁর পাকিস্তান সফর শেষ করেছেন । তার একদিন পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবাদিকদের কাছে জানিয়েছেন , গত ফেব্রুয়ারী তাঁর পাকিস্তান সফরের সময়ে তিনি পাক সারকারের নিকট পাকিস্তানে তালিবানের বহু পদস্থ কর্মকর্তার গা ঢাকার স্থান ও যোগাযোগের টেলিফোন সমেত একটি নামের তালিকা পেশ করেছেন । সর্বশক্তি দিয়ে পাক-আফগান সীমান্তের সন্ত্রাসী তত্পরতার ওপর আঘাত না হানার জন্যে তিনি পাক সরকারের নিন্দা করেছেন । এই খবর প্রকাশিত হওয়ার পর পরই পাকিস্তান তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে । পাকিন্তান বলেছে , এই তথ্যাদির অধিকাংশই সেকেলে হয়ে গেছে । তবে আফগানিস্তান বলেছে , এই তথ্যাদি বাস্তবসম্মত । গত কয়েক দিন এই ঘটনা নিয়ে দুই দেশ সন্ত্রাস-বিরোধী তত্পরতায় বলিষ্ঠ না হওয়ার জন্যে পরস্পরের নিন্দা করেছে ।

    সাম্প্রতিক বছরে পাকিস্তান তার সন্ত্রাস-বিরোধী তত্পরতা জোরদার করেছে এবং লক্ষ্যনীয় সাফল্য অর্জন করেছে । একই সংগে পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকাগুলো উচ্চ স্বশাসনের অধিকার ভোগ করছে এবং সেসব এলাকার কর্তাদের ক্ষমতাও বেশ শক্তিশালী । এটা সন্ত্রাসবাদের ওপর আঘাত হানার তত্পরতাকে কঠিন করে তুলেছে । পাক বার্তা সংস্থার এক খবরে প্রকাশ , গত বুধবার মুশাররফ ১৬টি উপজাতির কর্তাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধিদলের সংগে সাক্ষাত করেছেন এবং তাদের কাছে সেসব এলাকায় গা ঢাকা তালিবানী ও বিদেশী সশস্ত্র ব্যক্তিদের নির্মুল করার জন্যে কেন্দ্রীয় সরকারের সংগেস সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন । পাক সরকারী বাহিনী সম্প্রতি পাক-আফগান সীমান্ত বরাবর উত্তর ওয়াজিরিস্তানে চালানো একটি সামরিক অভিযানে মোট ১ শ'রও বেশি তালিবানপন্থী ব্যক্তিকে খতম করেছে । সুতরাং আফগানিস্তানের নিন্দার মুখে পাকিস্তান স্বভাবতই প্রবল প্রতিক্রিয়া ব্যক্ত করেছে । মুশাররফ একটি সাক্ষাতকারে বলেছেন , আফগানিস্তানের ভুলে যাওয়া উচিত নয় যে, পাকিনস্তান তার সীমান্ত বরাবর বিপুর বাহিনী পাঠিয়ে সন্ত্রাসী তত্পরতা রোধ না করলে , ২০০৪ সালে আফগানিস্তানের সংসদ নির্বাচন এত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতো না । তার ওপর পাকিস্তান প্রায় ৪০ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে । এতে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র করিম রাহিমীও সম্মতি জানিয়েছেন । তবে রাহিমী বলেছেন , যেহেতু পাকিস্তান ২০০৪ সালে কার্যকর অভিযান চালাতে পারতেন , সেহেতু এখনো সন্ত্রাসী তত্পরতার ওপর আঘাত হানার জন্যে কার্যকর তত্পরতা চালাতে পারে ।

    বিশ্লেষকদের মতে এমন একটি সুযোগে কারজাই যে তথ্যাদি প্রকাশ করেছন , তার লক্ষ্য হচ্ছে বুশের পাকিস্তান সফরের সুযোগে সন্ত্রাস-বিরোধী অভিযান বাড়ানোর জন্যে পাকিস্তানকে বুঝিয়ে বলা । কারজাই সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেছেন , পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকাগুলো থেকে আফগানাস্তানের ভেতরে তালিবান ও আল কায়েদাদের অনুপ্রবেশ রোধের জন্যে কার্যকর ব্যবস্থা নেবে । তবে পাকিস্তান মনে করে যে , আফগানিস্তান যে তথ্যাদি প্রকাশ করেছে , তার লক্ষ্য হচ্ছে পাকিস্তানের ভাবমুর্তি নষ্ট করা ।