v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-03-09 14:38:49    
১০ মার্চ

cri
    সোভিয়েট রাশিয়ার রাজধানী পেট্রোগ্রার্ড থেকে মস্কোয় স্থানান্তরিত

    ১৯১৮ সালের ১০ মার্চ সোভিয়েট সরকার পেট্রোগ্রার্ড থেকে মস্কোয় স্থানান্তরিত হয়েছে। তখন থেকে মস্কো সোভিয়েট রাশিয়ার রাজধানীতে পরিণত হয়েছে।

    সম্রাট প্রথম পিটার পেট্রোগ্রার্ডকে( প্রথম দিকে শহরটি পিটারসবার্গ নাম পরিচিত ) রাশিয়ার রাজধানী পিটার দি গ্রেট নির্ধারণ করেছেন। অক্টোবার বিপ্লবের বিজয়ের পর , ১৯১৮ সালের ১৮ ফেব্রুয়ারী জার্মান বাহিনী সোভিয়েট রাশিয়ার উপর আক্রমণ চালায়, তাতে গুরুতরভাবে পেট্রোগ্রার্ডের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি করেছে। ফলে সোভিয়েট ইউনিয়ন রাজধানী স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে।

    চলচ্চিত্র "টাইটানিকের " বক্স-অফিস আয় ১০ বিলিয়ান মার্কিন ডলার ছাড়িয়েছে

   ১৯৯৮ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র "টাইটানিক" চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ১০ বিলিয়ান মার্কিন ডলার বক্স-অফিস আয় অর্জনকারী চলচ্চিত্র হয়েছে। এই চলচ্চিত্রের পুঁজি বিনিয়োগ ২০ কোটি মার্কিন ডলার ছিলো, এটাও ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ রেকর্ড। ২৩ মার্চ এই চলচ্চিত্রটি ৭০তম অস্কার ১১টি এক্যাড্যামি পুরস্কার অর্জন করেছে।

    চীনের নবম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশনে রাষ্ট্রীয় পরিষদের সংস্থার সংস্কার প্রস্তাব গৃহিত হয়

    ১৯৯৮ সালের ১০ মার্চ চীনের নবম জাতীয় গণকংগ্রেসের প্রথম অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। এই অধিবেশন রাষ্ট্রীয় পরিষদের সংস্থার সংস্কার প্রস্তাবের সিদ্ধান্ত নেয় ।

    চিয়াও থং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত

    ১৯২১ সালের ১০ মার্চ চিয়াও থং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

    চিয়াও থং বিশ্ববিদ্যালয় হচ্ছে বিজ্ঞান-ভিত্তিক ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রাধান্য বিশিষ্ট চীনের একটি গুরুত্বপূর্ণবিশ্ববিদ্যালয়। ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে জাহজ ও সমুদ্র প্রকল্প , যন্ত্রপাতি ও চালিকাশক্তি প্রকল্প, ইলেক্ট্রনিক তথ্য ও বৈদ্যুতিকীকরণ প্রকল্প ইত্যাদি একুশটি কলেজ ও পঁঞ্চন্নটি ব্যাচেলার্স ডিগ্রির বিশেষ বিষয় অর্থাত্ বিজ্ঞান , ইঞ্জিনিয়ারিং, লিবারেল আর্টস, ব্যবস্থাপনা, কৃষি, অর্থনীতি, আইন, শিক্ষা ইত্যাদি বিষয় আছে। এর মধ্যে টেলিযোগাযোগ ও ইলেক্ট্রনিক ব্যবস্থা, জাহাজ ও সমুদ্র প্রকল্প, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, কম্পজিট, ধাতুর প্লাস্টিসিটি প্রক্রিয়াকরণ ইত্যাদি কয়েকটি বিষয়ের মান বিশ্বের প্রথম শ্রেণীর কাছাকাছি হয়েছে।   

    বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে চৌদ্দ হাজারেরও বিশি ফুল-টাইম ব্যাচেলার্স ডিগ্রিপ্রার্থী ছাত্রছাত্রী, সাত হাজারেরও বেশি মাস্টারস ডিগ্রিপ্রার্থী ও ডক্টরেট ডিগ্রিপ্রার্থী স্নাতকোত্তর ছাত্রছাত্রী এবং এক হাজার ছয় শোরোরও বেশি বিদেশী ছাত্রছাত্রী আছে। অনেক বছর ধরে সাংহাইয়ের চিয়াও থং বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের জন্য এক লক্ষেরও বেশি শ্রেষ্ঠ দক্ষ ব্যক্তিকে গড়ে তুলেছে। এদের মধ্যে রয়েছেন বেশ কিছু উল্লেখযোগ্য রাজনীতিবিদ, সমাজের কর্মনায়ক , শিল্পপতি, বৈজ্ঞানিক, অধ্যাপক এবং ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি বিশেষজ্ঞ।