নিঃসঙ্কোচে অভিমানিনী
আমায় তুমি ক্ষমা করোনি ।
অপরাধ কি ছিল মোর?
বন্ধ করিলে হৃদয়ের দোর ।
আজি এই ঘন বরর্ষায়
মনে পড়ে শুধু তোমায় ।
গান গেয়ে যায় তব সুরে
তুমি আজ কত দুরে?
গগম আজ নব সমাজে সজ্জিত
আমি আজ ভারি লজ্জিত ।
গাইতে পারিনা কোন গান
মনে পড়ে যায় শুধু আভিমান ।
কেন তুমি ভাঙ্গলেনা মান?
এ যে হল মোর আপমান ।
হৃদয়ে তোমার আজ বেজে ওঠে,
যে গান তা শুধু অভিমানই
অভিমান ।
---বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার কাঁঠাল কাগিচার শ্রী শনত্ কুমার সাহা ।
|