|
|
 |
| (GMT+08:00)
2006-03-08 20:48:03
|
|
স্বাধীন তাইওয়ান প্রয়াসের বিরুদ্ধে কয়েকটি দেশের মতাধিষ্ঠান
cri
|
আফ্রিকা আর প্রাক্তন সৌভিয়েত ইউনিয়নের স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথের প্রজাতন্ত্রগুলো সাম্প্রতিক দিনগুলোতে বিবৃতি প্রকাশ করে তাইওয়ান কতৃর্পক্ষের নেতা ছেন সুই পিয়েনের বিছিন্নতাবাদী তত্পরতার নিন্দা করেছে। কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রী তুজু বলেছেন, কেনিয়া সরকার এক চীন নীতিতে অবিচল রয়েছে। কেনিয়া তাইওয়া কতৃর্পক্ষকে কেনিয়ায় স্বাধীন তাইওয়ান প্রয়াসের তত্পরতা চালাতে অনুমোদন দেবে না। জাবিয়া পররাষ্ট্র মন্ত্রী সিকাপওয়াসা বলেছেন, ছেন সুই পিয়েনে আচরণ শুধু যে তাইওয়ান প্রণালীর দু'পারের স্থিতিশীলতা বাচাল করেছে তাই নয় এশিয়া তথা সারা বিশ্বের শান্তির প্রতি হুমকি সৃষ্টি করেছে। তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, তাজিকিস্তান সরকার দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করবে। তাইওয়ান হচ্ছে চীনের একটি অবিচ্ছেদ্য অংশ।
|
|
|