ইরানের পরমাণু সমস্যা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আলোচনা শুরু
cri
৮ মাচ সকালে আন্তর্জাতিক আণবিক শক্তিসংস্থার পরিষদের অধিবেশনে ইরান পরমাণু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। অধিবেশনের সময়সূচি অনুযায়ী, অধিবেশনে অংশগ্রহণকারীরা সংস্থার মহা পরিচালক বারাডেইএর রির্পোটকে কেন্দ্র করে নিজ নিজ মতাধিষ্ঠান ব্যাখ্যা করবেন। এই রির্পোট অনুযায়ী, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানে পারমাণিবিক অস্ত্র তৈরীর প্রত্যক্ষ প্রমাণ উদ্ধার করে নি। কিন্তু এই রির্পোটে আরও বলা হয়েছে, ইরানের দাখিল না করা পরমাণু উপাদান আছে কিনা এবং লুকিয়ে লুকিয়ে পরমাণু তত্পরতা চালাচ্ছে কিনা তা বলা কঠিন।
|
|