|
 |
(GMT+08:00)
2006-03-08 19:59:07
|
ভারত আনুষ্ঠানিকভাবে সামরিক আর বে-সামরিক পরমাণু স্থাপনা আলাদা করার পরিকল্পনা প্রকাশ করেছে
cri
৭ মার্চ ভারতীয় প্রধান মন্ত্রী মনমোহন সিং ভারতের সামরিক আর বে সামরিক পরমাণু স্থাপনার বিভক্তির বিশদ পরিকল্পনা প্রকাশ করেছেন। ভারতের ২২টি পারমাণবিক চুল্লির মধ্যে ১৪টি বে-সামরিক পরমাণু স্থাপনারঅন্তভূর্ক্ত । এ সব স্থাপনাআন্তর্জাতিক পযর্বেক্ষণ গ্রহণ করবে।তিনি বলেছেন, ২০১৪ সালের আগে এ ১৪টি পারমাণবিক চুল্লি ধাপে ধাপে বাইরের দিকে উন্মুক্ত এবং আন্তর্জাতিক পযর্বেক্ষণ গ্রহণ করবে। বতর্মানে ভারতের ১৯ শতাংশ পরমাণু স্থাপনাআন্তর্জাতিক পযর্বেক্ষণের আওতায় রয়েছে। প্রধান মন্ত্রী মনমোহন সিং আরও বলেছেন, বিভক্তি পরিকল্পনা যেমন ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার উপর কোন প্রভাব ফেলবে না তেমনি ভারতের ভবিষ্যতের নতুন পরমাণু ব্যবস্থার নিমার্ণেও বাধা সৃষ্টি করবে না।
|
|
|