যুক্তরাষ্ট্র সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ ৭ মার্চ ওয়াশিংনটনে বলেছেন, হামাস মধ্য-প্রাচ্যের শান্তিপূর্ণ রোড-ম্যাপের পরিকল্পনা আর "মাটির বিনিময়ে শান্তি" নীতি বিবেচনা করছে।
তিনি সেদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইসের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, হামাসের নেতারা রাশিয়ার কাছে প্রকাশ করেছেন যে, হামাস মধ্য-প্রাচ্যের শান্তিপূর্ণ রোড-ম্যাপের পরিকল্পনা নিয়ে তার অবস্থান ঘোষণা করবে, এবং আশা করেন, বিনা শর্তে মধ্য-প্রাচ্যের সমস্যার সংশ্লিষ্ট চারটি পক্ষ এ পরিকল্পনা গ্রহণ করবে।
সের্গেই লাভরোভ বলেছেন, হামাস রাশিয়ার কাছে নিশ্চয়তা দিয়েছে যে, প্রকাশ্য উপায়ে ফিলিস্তিনকে দেয়া আন্তর্জাতিক সমাজের সাহায্য ফিলিস্তিনের বিভিন্ন অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হবে, এবং সেজন্যে আন্তর্জাতিক তত্ত্বাবধান ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ইচ্ছুক তারা। তাছাড়া, হামাস ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের নেতৃত্বকে সম্মান করতে ইচ্ছুক।
|